Professor Ghulam Azam

Home » Uncategorized » “Ghulam Azam in a critical state” – Wife Mrs Azam

“Ghulam Azam in a critical state” – Wife Mrs Azam

Enter your email address to follow this site and receive notifications of new posts by email.

Former Ameer of Jamaat-e-Islami Professor Ghulam Azam, who is serving a 90-year prison sentence for so called ‘crimes against humanity’, is in a critical condition – said his wife Mrs Afifa Azam in a statement on Sunday.

Mrs Azam said that she went to see Prof Azam at the hospital prison cell of BSMMU on Saturday and found his condition to be “extremely feeble”. She said, “Today we saw him in the worst condition so far. Physically he is so weak that two people had to hold him to get him up from bed. His eyesight has become much weakened and hearing ability considerably lessened than the last time we saw him. It was hard to even hear his voice.”

She continued, “He didn’t even have strength to move his hands, feet, shoulders, head etc. He is hardly able to eat nowadays and his weight is going down day by day looking nothing but a skeleton. He fell down in the bathroom thrice in less than a month.  According to him, the doctors found him to be in a critical condition last Thursday”.

“Despite being in such a critical state, the hospital or jail authorities didn’t even inform the family about his condition” – complained Ghulam Azam’s wife.

She expressed concern that such inhumane behaviour, like indifference and lack of care may lead to catastrophic consequences.

In her statement, Mrs Azam requested the authority to release him to ensure his proper medical care under family supervision.

She also called upon the people to pray for her ailing husband.

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার স্ত্রী সৈয়দা আফিফা আযম।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।

আফিফা আযম বলেছেন, গতকাল শনিবার বিকেলে তিনি অধ্যাপক গোলাম আযমের সঙ্গে বিএসএমএমইউ’র প্রিজন সেলে সাক্ষাৎ করেছেন।

তিনি বলেন, ‘উনার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক। এ যাবৎকালের সবচেয়ে খারাপ অবস্থায় আজ উনাকে দেখা গেল। শারীরিকভাবে এতই দুর্বল হয়ে পড়েছেন যে, বিছানা থেকে দু’জনে ধরে উঠাতে হয়েছে। দৃষ্টিশক্তি অনেক ক্ষীণ হয়ে এসেছে, শ্রবণশক্তি অনেক হ্রাস পেয়েছে এবং গলার আওয়াজ অত্যন্ত ক্ষীণ।’

‘হাত-পা-ঘাড়-মাথা এগুলো নাড়ানোর শক্তিও উনার নেই। দিন দিন ওজন কমছে, শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছেন। এ পর্যন্ত ছয়বার বাথরুমে পড়ে গেছেন। গত এক মাসের কম সময়ের মধ্যেই তিনবার পড়ে গেছেন। খাওয়া-দাওয়া প্রায় করতেই পারছেন না বলা চলে। উনার ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার উনার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে গিয়েছিল এবং চিকিৎসক উনাকে উনার অবস্থা ‘Critical’ বলে জানিয়েছিলেন।’

গোলাম আযমের স্ত্রী বলেন, ‘তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক হলেও হাসপাতাল কিংবা জেল কর্তৃপক্ষ কেউই পরিবারকে অবহিত করেনি।’

কর্তৃপক্ষের অবজ্ঞা, অযত্ন, অবহেলা, উপেক্ষা ও অমানবিক আচরণে যে কোনো সময়ে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে আফিফা আযম তার স্বামীর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য মুক্তি দিয়ে পরিবারের সার্বিক তত্ত্বাবধানে রাখার অনুমতি দেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।

তিনি তার স্বামীর জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।



2 Comments

  1. […] 30/09/2014 Ghulam Azam “in critical state” […]

  2. mohd yunus says:

    AUNTIE, ASSALAMU ALEKUM WRWR, I am very sorry to hear about Uncle. We pray to Allaah SWT to grant him speedy recovery and the Authorities to have mercy on him. We also request the President, Begum Hasina to grant pardon to Uncle and release him before the day of EID UL ADHA during this holy Month of Jil Hijjah. Allaah SWT is great and HE will provide a way for the release of uncle very soon.

    Was Salaam. MOHAMMED YUNUS, AUSTRALIA/ FIJI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: